ভোলার চরফ্যাশনে সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) চরফ্যাশন উপজেলার ভাসানচর গ্রামে জমির দলিল দেওয়া নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভাসানচর গ্রামের আলমগীর হোসেনের সাথে একই গ্রামের আব্দুর জলিলের জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় শালিস সমোঝোতার মাধ্যমে আলমগীর বিরোধীয় জমি আব্দুর জলিলকে দলিল দিবে মর্মে সিদ্ধান্ত হয়। উভয় গ্রুপ ওই সিদ্ধান্ত মেনে নেয়।
কিন্তু পরবর্তীতে যথাসময়ে আলমগীর দলিল দেয়নি। এনিয়ে প্রথমে স্থানীয় কলের হাট বাজারে জলিল ও আলমগীরের সাথে হতাহাতি হয়। পরে এনিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দুপুরের দিকে যৌথবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিকালে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় এক পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।