ভোলার শহরের ওয়েস্টার্ন পাড়া সাগর বেকারি এলাকায় সোমবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে তুলার গুদামসহ তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফয়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ধোয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।