ভোলায় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ভোলার ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকালে ভোলার ইলিশা সড়কের পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভোলার ডিবি পুলিশের এসআই আসাদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো. জাহাঙ্গীর (৫৫) ও মফিজ (৫৪) নামে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। তাদের উভয়ের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।
ডিবির ওসি এনায়েত হোসেন জানান, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের সঙ্গে কে বা কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।