ভোট বর্জনের দাবিতে বিএনপির লিফলেট বিতরণ

0

সরকারের পদত্যাগ, মিথ্যা-গায়েবি মামলা বর্জন, ৭ জানুয়ারি  ভোট বর্জন, গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে বিএনপির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম শরীয়তপুর জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর আইনজীবী সমিতির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে আগত বিচার প্রার্থীদের মাঝে ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাড. মনিরুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. কামরুল হাসানসহ বিএনপিপন্থী আইনজীবী ফোরামের আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here