সারা দেশে ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল আটটায় শুরু হওয়া এই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ ভোটের মাঠে রয়েছেন দেশি-বিদেশি পর্যবেক্ষণকরা।
এদিন রাজধানীর ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটের কার্যক্রম পর্যবেক্ষণ করেন যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য মার্টিন দে। প্রতিটি ভোট কক্ষ ঘুরে দেখে তিনি সাংবাদিকদের বলেন, ভোটের পদ্ধতি খুবই ভালো। তবে ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। আমি পর্যবেক্ষণ করছি, এখনই কোনো মন্তব্য করতে পারছি না।