ভোটের ফলে এগিয়ে এরদোয়ান

0

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণের পর ফল আসতে শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, ফলে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

তার দল পেয়েছে ৫১.৭ শতাংশ ভোট। এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪১ দশমিক ৬ শতাংশ ভোট।

সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ভোট পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন এরদোয়ান।

২০ বছর ধরে তুরস্কের ক্ষমতায় আছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজকের ভোটের ফলেই জানা যাবে প্রেসিডেন্ট এরদোয়ান আর ক্ষমতায় থাকতে পারবেন কি না।

শেষ পর্যন্ত যদি কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হন, তাহলে নির্বাচন দ্বিতীয় পর্বে গড়াবে। সে ক্ষেত্রে ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে।

 

সূত্র: আল জাজিরা

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here