ঈদ উদযাপন শেষে ভোগান্তি ছাড়াই কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে কর্মস্থলে ফেরা লোকজনের চাপ নেই। যাত্রীরা খুব স্বাচ্ছন্দে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।
সরেজমিনে সড়ক মহাসড়কে দেখা যায়, যাত্রীদের জন্য যানবাহনগুলো অপেক্ষা করছে। তবে গাড়ির চালকরা জানান, বিকেলের দিকে লোকজনের চাপ বাড়তে পারে।
বাসচালক নিজাম বলেন, পদ্মা সেতু হওয়ার পর ঢাকা আরিচা রোড মরে গেছে। আগামীকাল লোকজনের চাপ বাড়তে পারে।