ভোক্তার স্বার্থ সুরক্ষায় সচেতনতা জরুরি

0

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের যৌথ উদ্যোগে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে নেত্রকোনায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

ভোক্তার সাথে সংশ্লিষ্ট সকল ধরনের স্টেকহোল্ডারদের নিয়ে রবিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। 

জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে অধিকার এবং দণ্ড নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভোক্তার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস ও গেইনের প্রতিনিধি আশেক মাহফুজ। 

কর্মশালায় জেলার সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ভোক্তা সংশ্লিষ্ট সকল দফতরের ঊর্ধ্বতনরা উপস্থিত থেকে স্ব স্ব অবস্থানের মত প্রকাশ করেন। 

এর আগে নেত্রকোনা শহরের ছোটবাজার বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন ভোক্তার কার্যক্রম ও গবেষণা বিভাগের পরিচালক (উপ-সচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। তিনি বাজারের খোলা তেল বিক্রির গোডাউনে অভিযান পরিচালনা করে প্রাথমিকভাবে সতর্ক করেছেন। সেইসাথে ভোক্তাদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here