কিশোরগঞ্জের ভৈরবে একটি কাভার্ড ভ্যান থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ ও দুজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবের নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ১০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ এবং দুজনকে গ্রেফতার করে।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট ফাহিম ফয়সাল জানান, এগুলো শুল্কফাঁকি দেওয়া ভারতীয় চিনি। জব্দ করা চিনির আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা। তারা দীর্ঘদিন যাবত চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।