ভৈরবে হেরোইন ও ইয়াবাসহ চারজন গ্রেফতার

0

কিশোরগঞ্জের ভৈরবে হেরোইন ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সন্ধ্যায় ভৈরবের পঞ্চবটি এলাকায় অভিযানটি চালানো হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে ডিবির একটি দল পঞ্চবটি এলাকায় অভিযান চালায়। এ সময় ৭৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে। তারা হলেন ভৈরবের পঞ্চবটি বৌবাজার এলাকার মৃত কাদির বাবুর্চির ছেলে খোকন (৩৫), পঞ্চবটি পুকুরপাড় এলাকার মৃত বাহার মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩২), ভৈরবের আমলাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে সোহেল (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার রঘু মিয়ার ছেলে রুবেল (৩২)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here