প্রাইভেটকারে গাঁজা পাচারকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে দু’জনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয় ৩০ কেজি গাঁজা। শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন নরসিংদী জেলার মাধবদী উপজেলার ছোট গদাইর চর গ্রামের মৃত রওশন আলীর ছেলে কামরুল ইসলাম (৩২) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামের মোস্তাব আলী মুনের ছেলে মারুফ হাসান (২০)।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৮ অনুযায়ী ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।