ভৈরবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

0

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের দুদিন পর মোস্তফা মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার সাদেকপুর পূর্বপাড়া গ্রামের মৃত মো. রাজ্জাক মিয়ার ছেলে। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলার রায়পুরা থানার মাহমুদাবাদ টানপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পারিবারিক সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন মোস্তফা। পরিবারের সাথে প্রথম রমজান পালনের উদ্দেশ্যে রবিবার চট্টগ্রাম থেকে ট্রেনে করে ভৈরবের উদ্দেশ্যে রওনা হন তিনি। কিন্ত সঠিক সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিলে তার মুঠোফোনটি বন্ধ পায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মিলেনি তার। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন যে, ঢাকা-সিলেট মহাসড়কে পড়ে থাকা এক অজ্ঞাত যুবকের পরিচয় সন্ধান করা হচ্ছে। এরপরই স্বজনরা গিয়ে তার পরিচয় শনাক্ত করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here