কিশোরগঞ্জের ভৈরবে তালাবদ্ধ ঘর থেকে সাহারা বেগম (২৮) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভৈরব পৌর শহরের পঞ্চবটি এলাকার লাল মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী উজ্জ্বল মিয়া পলাতক রয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে ভৈরব পৌর শহরের কালীপুর মধ্যপাড়ার সামাদ মিয়ার বাড়ির একটি টিনশেড ঘর থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
সোমবার দুপুরের দিকে দীর্ঘ সময় ঘর তালাবদ্ধ দেখে স্থানীয় লোকজন দরজার ফাঁক দিয়ে ঘরের আঁড়ার সঙ্গে দঁড়িতে সাহারাকে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।