ভেবেছিলাম মরেই যাব, প্রতিদিন ৩০ ওষুধ ও ইনজেকশন নিতে হয়েছে : মৌনি রায়

0

ভারতের পশ্চিমবঙ্গের বাঙালি অভিনেত্রী মৌনি রায়, এরই মধ্যে বলিউডে নিজের জানান দিয়েছেন। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয়ের পরই বড় পর্দায় নায়িকা হিসেবে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছেন। তার আগে অবশ্য দু-একটি আইটেম ড্যান্সে মৌনির ম্যাজিক ছিল সুপারহিট। তবে তার উত্থান ছোট পর্দা দিয়েই।

একতা কাপুরের ‘নাগিন’ ধারাবাহিকে অভিনয়ের সময় ড্রইংরুমের দর্শকের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন মৌনি। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সরব। কখনো বন্ধুদের সঙ্গে তো কখনো আবার বেটারহাফের সঙ্গে ছবি পোস্ট করেন। আজকের এই হাসিখুশি মৌনি একটা সময় মারাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন।

একটানা তিন মাস বিছানায় শয্যাশায়ী। সেই সময়ই নাগিনের প্রস্তাব পেয়েছিলাম। আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। তবে সেটা কত জানি না। প্রতিদিন ৩০টি ওষুধ ও ইনজেকশন নেওয়ার জন্যই শরীরের ওই অবস্থা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here