ভেন্যু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশকে নিয়ে ইতিবাচক আইসিসি

0
ভেন্যু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশকে নিয়ে ইতিবাচক আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই মর্মে আইসিসিকে ইমেইল পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে তারা। আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষা নিয়ে বিসিবির পক্ষ থেকে যে উদ্বেগ জানানো হয়েছিল, সে বিষয়ে আইসিসি ইতিবাচক অবস্থান নিয়েছে। একই সঙ্গে, প্রয়োজনে বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আইসিসির সঙ্গে আলোচনা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।’

পাশাপাশি জানানো হয়, টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিসিবির দেওয়া মতামত ও সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আইসিসির সঙ্গে এই যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বোর্ডের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়েছে।

পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আইসিসির সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

BCB

উল্লেখ্য, মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যকার ভার্চুয়াল বৈঠক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি। তারা বাংলাদেশ বোর্ডকে বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here