ভেনেজুয়েলা পরিস্থিতি, ক্যারিবীয় দ্বীপে আটকা পড়েন ডিক্যাপ্রিও

0
ভেনেজুয়েলা পরিস্থিতি, ক্যারিবীয় দ্বীপে আটকা পড়েন ডিক্যাপ্রিও

সম্প্রতি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে অভিনয়ের জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। গতকাল রাতে ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে তাঁর এই পুরস্কার গ্রহণ করার কথা ছিল। তবে ভ্রমণ জটিলতার কারণে সেখানে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা।

আঞ্চলিক অস্থিরতার জেরে ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েছেন ডিক্যাপ্রিও। ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর। ফলে সেন্ট বার্থেলেমি থেকে নির্ধারিত সময়ে বের হতে পারেননি তিনি। ভ্যারাইটি জানিয়েছে, সংঘাত-পরবর্তী নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা সীমিত হয়ে পড়ায় ডিক্যাপ্রিওর যাত্রা স্থগিত থাকে। নতুন বছরের আগে তাঁকে সেন্ট বার্থেলেমিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অবকাশযাপনে দেখা গিয়েছিল।

সেই দলে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর সঙ্গী লরেন স্যানচেজও। পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “অপ্রত্যাশিত ভ্রমণ বাধা ও সীমিত আকাশসীমার কারণে লিওনার্দো ডিক্যাপ্রিও আজ ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারছেন না। যদিও আমরা তাঁকে সশরীরে উদ্‌যাপন করতে পারছি না, তবুও তাঁর অসাধারণ কাজ এবং চলচ্চিত্রে দীর্ঘস্থায়ী অবদানকে স্বীকৃতি জানাতে পেরে আমরা গর্বিত।”

উল্লেখ্য, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে ডিক্যাপ্রিও অভিনয় করেছেন এক সাবেক বিপ্লবীর চরিত্রে। কাহিনিতে দেখা যায়, কন্যাকে উদ্ধার করতে তাকে আবারও নিজের পুরোনো জীবনে ফিরে যেতে হয়—যা তাঁর অভিনয় জীবনের আরেকটি শক্তিশালী সংযোজন বলে মনে করছেন সমালোচকরা। সূত্র: ভ্যারাইটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here