ভেনেজুয়েলা নিয়ে কী চায় যুক্তরাষ্ট্র, জানালেন মার্কো রুবিও

0
ভেনেজুয়েলা নিয়ে কী চায় যুক্তরাষ্ট্র, জানালেন মার্কো রুবিও

ভেনেজুয়েলার রাজনীতিতে বড় ধরনের অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য ভেনেজুয়েলা দখল বা দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি নয়। বরং দেশটির বর্তমান নেতৃত্ব যদি ‘সঠিক সিদ্ধান্ত’ নেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের একটি অনুষ্ঠানে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নেতাদের বিচার করবে তাদের কাজের ভিত্তিতে, কথার ওপর নয়। তার ভাষায়, সামনে তারা কী করে সেটাই আসল বিষয়। তবে তিনি সতর্ক করে বলেন, সঠিক পথে না গেলে যুক্তরাষ্ট্রের হাতে এখনও চাপ প্রয়োগের নানা উপায় আছে।

শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক যৌথ অভিযানে মার্কিন কমান্ডোরা প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে। অভিযানে যুদ্ধবিমান, হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্থলবাহিনী অংশ নেয়। এই ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আপাতত ভেনেজুয়েলা ‘চালাবে’ এবং প্রয়োজনে সেখানে সেনা পাঠাতেও তিনি পিছপা হবেন না।

তবে রুবিওর বক্তব্য ট্রাম্পের বক্তব্য থেকে কিছুটা নরম। তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র এখন মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এবং আগের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কাজ করার সম্ভাবনা দেখছে। কীভাবে তারা দেশ চালায়, সেটিই এখন পর্যবেক্ষণ করা হবে।

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে সমর্থন দেওয়া হবে কী না—এমন প্রশ্নে রুবিও বলেন, তিনি তার প্রতি শ্রদ্ধাশীল। তবে তাকে বা ২০২৪ সালের নির্বাচনের বিরোধী প্রার্থী এদমুন্দো গনসালেস উরুতিয়াকে অন্তর্বর্তী নেতা করার বিষয়ে তিনি কিছু বলেননি।

রুবিও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ‘নেশন বিল্ডিং’ (বাইরের শক্তি দিয়ে রাষ্ট্র গঠন) এড়াতে চায়। তার ভাষায়, ‘এটা মধ্যপ্রাচ্য নয়, আর আমাদের লক্ষ্যও আলাদা।’ তিনি জানান, ক্যারিবীয় সাগরে বড় নৌবহর ও তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা রেখে ভেনেজুয়েলার ওপর চাপ বজায় রাখবে যুক্তরাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here