ভেনেজুয়েলার পর আরও দুই দেশের সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

0
ভেনেজুয়েলার পর আরও দুই দেশের সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার রেশ কাটতে না কাটতেই এবার প্রতিবেশী দেশ কলম্বিয়া ও কিউবাকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করেন এবং কিউবার সরকারের পতন আসন্ন বলে মন্তব্য করেন।

ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে অভিহিত করে অভিযোগ করেন, তিনি কোকেন উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন। কলম্বিয়ায় মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প রহস্যজনকভাবে বলেন, শুনতে ভালোই লাগছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পেত্রো সরকার খুব বেশি দিন এভাবে দেশ চালাতে পারবে না।

কিউবা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম, কারণ কিউবা এমনিতেই অর্থনৈতিকভাবে পতনের মুখে রয়েছে। তাঁর মতে, কিউবার আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলার জ্বালানি তেল। মাদুরোর পতনের ফলে কিউবা এখন পুরোপুরি আয়হীন হয়ে পড়েছে এবং দেশটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে।

এর আগে গত শনিবার কারাকাসে ডেল্টা ফোর্সের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে প্রায় ২ হাজার ১০০ মাইল পথ পাড়ি দিয়ে তাঁদের নিউইয়র্কে আনা হয়েছে। মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে সোমবার তাঁদের নিউইয়র্কের একটি আদালতে তোলার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, মাদুরোর পর গুস্তাভো পেত্রোকে প্রকাশ্যে লক্ষ্যবস্তু করায় লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের নতুন একটি অধ্যায়ের ইঙ্গিত মিলছে।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here