সীমান্তে বেসামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার প্রতিবেশি দেশ কলম্বিয়া। দেশ দু’টির মধ্যে দুই হাজার কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত রয়েছে।
স্থানীয় সময় শনিবার ভোর তিনটায় জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং অন্যান্য অঞ্চলে মার্কিন হামলার পর দেশটি থেকে সম্ভাব্য শরণার্থী সংকটের বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া।
নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের আটকের খবরের মধ্যেই কলম্বিয়ার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত সামনে এলো।
কারাকাসে প্রথম বিস্ফোরণের খবর পাওয়ার পর থেকেই শান্তি ও সংলাপের আহ্বান জানিয়ে আসছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো।
এর আগে ভেনেজুয়েলায় হামলা চালানো এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।
স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে, এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। এ সময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি।
ভেনেজুয়েলা ‘মাদুরোর নির্দেশ’ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তারা আমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না।’
সূত্র : বিবিসি।

