ভেনেজুয়েলায় স্বর্ণের খনিতে ধস, ২৩ জনের প্রাণহানি

0

ভেনেজুয়েলায় একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে অবস্থিত ওই স্বর্ণের খনিটি বেআইনিভাবে পরিচালিত। মঙ্গলবার এতে মাটির দেয়াল ধসে পড়ায় অন্তত ২৩ জন নিহত হয়। দুর্ঘটনার সময় খনিতে বহু মানুষ কাজ করছিলেন।

স্থানীয় কর্মকর্তাদের মতে, প্রায় ২০০ জন লোক সেসময় খনিতে কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে। যেখানে এই খনিটি অবস্থিত সেখানে পৌঁছাতে হলে নিকটতম শহর লা প্যারাগুয়া থেকে সাত ঘণ্টার নৌকায় ভ্রমণ করতে হয়।

বলিভার প্রদেশের নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কোলিনা রেয়েস বলেছেন, আহতদের আঞ্চলিক রাজধানী সিউদাদ বলিভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই অঞ্চলটি লা প্যারাগুয়া থেকে চার ঘণ্টা দূরত্বে এবং রাজধানী কারাকাসের ৭৫০ কিলোমিটার (৪৬০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। সূত্র: সিএনএন, আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here