লাতিন আমেরিকার প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রদক্ষেপ অব্যাহত থাকলে তা পুরো অঞ্চলে মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এমন পরিস্থিতিতে সংঘাত এড়াতে সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছেন তিনি।
তিনি বলেন, গুলি চালিয়ে কোনও সমস্যার সমাধান হয় না। স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট মারকোসুরের শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট লুলা এসব কথা বলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি নাকচ না করায় উদ্বেগ আরও বেড়েছে।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর ফোজ দো ইগুয়াসুতে শনিবার দেয়া বক্তব্যে লুলা বলেন, ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের চার দশক পর দক্ষিণ আমেরিকা আবারও কোনও বিদেশি শক্তির সামরিক উপস্থিতির আতঙ্কে রয়েছে। তিনি ওই যুদ্ধে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার সংঘাতের কথা উল্লেখ করেন। লুলা আরও বলেন, ভেনেজুয়েলায় সশস্ত্র হস্তক্ষেপ হলে তা পুরো পশ্চিম গোলার্ধের জন্য একটি মানবিক বিপর্যয় ডেকে আনবে এবং বিশ্বে একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে।
মার্কোসুর শীর্ষ সম্মেলনের পর এক যৌথ বিবৃতিতে, ল্যাটিন আমেরিকার নেতারা শান্তিপূর্ণ উপায়ে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক নীতি এবং মানবাধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বলিভিয়া, ইকুয়েডর এবং পেরুর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং পানামার রাষ্ট্রপতিরা এই ঘোষণাপত্রটি অনুমোদন করেছেন।

