সম্প্রীতি ভেনেজুয়েলায় মার্কিন প্রশাসনের সামরিক প্রদক্ষেপের বিরোধীতা করেছেন দেশটির নাগরিকরা। তারা মনে করেন, ট্রাম্প প্রশাসন অভিযানের বিষয়ে স্পষ্টভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
রবিবার (২৩ নভেম্বর) সিবিএস নিউজ এবং আন্তর্জাতিক জনমত জরিপ এবং বিশ্লেষণকারী সংস্থা(ইউগভ) করা এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান চাপের মধ্যেই জরিপটি প্রকাশিত হলো।
গত ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২ হাজার ৪৮৯ জন প্রাপ্তবয়স্কের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের ৭৬ শতাংশ নাগরিক সামরিক অভিযানের বিষয়ে মার্কিন প্রশাসন কী করতে চায় তা স্পষ্টভাবে উল্লেখ করেনি বলে মত দিয়েছেন। এছাড়া ২৪ শতাংশ নাগরিক অভিযানের বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
এছাড়াও জরিপে ১৩ শতাংশ মার্কিন নাগরিক ভেনেজুয়েলায় অভিযানকে নিজ দেশের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি, ৪৮ শতাংশ এটিকে ছোট ঝুঁকি এবং ৩৯ শতাংশ কোন ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন।
ওয়াশিংটন সামরিক পদক্ষেপের বিষয়ে ৭০ শতাংশ এর বিরোধীতা করবেন এবং ৩০ শতাংশ নাগরিক পক্ষে থাকবে বলে জানান।
যুক্তরাষ্ট্রে আসা অবৈধ মাদকে মার্কিন নাগরিকদের মৃত্যু হচ্ছে আর পেছনে মাদুরো আছেন বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। মাদুরো মাদক কারবারের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। তারপরও ওয়াশিংটন ভেনেজুয়েলা সম্পর্কিত যুদ্ধের বিকল্প উপায়গুলো বিবেচনা করে দেখছে।
আগস্টে ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারের রুটগুলিকে ব্যাহত করার লক্ষ্যে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। যে রুটগুলি মার্কিন কর্মকর্তারা মাদুরো সরকারের সাথে সংযুক্ত করে। তারপর থেকে, মার্কিন বাহিনী মাদক বহনকারী জাহাজগুলিতে ২১টি হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, এতে ৮৩ জন নিহত হয়েছে। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক পাচারের অভিযোগে অভিযান পরিচালনা করতে পারেন।
২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা মাদুরোর অভিযোগ, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন। ভেনেজুয়েলার সামরিক বাহিনী ও নাগরিকরা এ ধরনের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করবে বলে প্রত্যয় জানিয়েছেন মাদুরো।
সূত্র: আনাদোলু এজেন্সি।

