নাতাশা মাধবনীর সঙ্গে বলিউড অভিনেতা ফারদিন খানের দাম্পত্যে ফাটল ধরেছে বলে শোনা যাচ্ছে। যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে তারা বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন বলে গুঞ্জন বলিউডে।
জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে ফারদিন এবং তার স্ত্রী নাতাশা আলাদা থাকেন। মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তাদের। কিছুতেই পরিস্থিতি সামলানো যাচ্ছিল না। তাই তারা আইনিভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ফারদিন এবং নাতাশা এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি। ফারদিন মুম্বাইয়ে তার মায়ের বাড়িতে থাকেন। অ্যদিকে নাতাশা এখন থাকেন লন্ডনে।
সম্প্রতি ফের বলিউডে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন ফারদিন। রিতেশ দেশমুখের সঙ্গে ‘বিস্ফোট’ নামের একটি ছবিতে দেখা যাবে তাকে। শুধু তাই নয়, ‘নো এন্ট্রি’র সিকুয়েলেও দেখা যেতে পারে তাকে। সূত্র : হিন্দুস্তান টাইমস।