ভারতে একটি গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে অন্তত ১৬ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার ভোররাতে ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের থানের শাহপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শাহপুর পুলিশ জানিয়েছে, “থানের শাহপুরের কাছে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ার ঘটনায় ১৬ শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছে।
পৃথক এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, থানেতে ব্রিজ নির্মাণে ব্যবহৃত গার্ডার লঞ্চার মেশিন ধসে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন।
সংবাদমাধ্যমটি বলছে, থানের সরলামবে গ্রামের কাছে একটি সেতু নির্মাণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ছাড়াও ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সাথে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উচু থেকে পড়ে গেলে মারাত্মক এই দুর্ঘটনা ঘটে। আহতদের পাশাপাশি মৃতদেহগুলোকেও স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ, এনডিআরএফ এবং দমকল কর্মীরা উদ্ধার ও তল্লাশি কাজে নিয়োজিত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়া টুডে