কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে জেলার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাস স্ট্যান্ড থেকে ভূরুঙ্গামারী গামী একটি বাস গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তল্লাশি করে। এতে বাস থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দেলোয়ার হোসেন তোতা (৩২) ও জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়েছে।