ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

0
ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ভূমিকম্প একটি অনিশ্চিত ঘটনা, তাই এ ধরনের আশঙ্কায় বিদ্যালয় বন্ধ রাখা সম্ভব নয়। তার মতে, আতঙ্ক নয় সতর্কতা এবং প্রস্তুতিই এখন সবচেয়ে জরুরি বিষয়। এ বিষয়ে দেশের বিদ্যালয়গুলোতে আগেই প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, দেশে বর্তমানে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা সৃষ্টি করছে। পদোন্নতি-সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরে আটকে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তিনি বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির সর্বোচ্চ চেষ্টা চলছে। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক করা হবে, এরপর শূন্য হওয়া পদগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, শিক্ষক সংকট দূর করতে বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও গতিশীল হবে বলে তিনি আশা করেন। পাশাপাশি তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে জেলার বিদ্যালয় ও কলেজগুলোতে জারুল, সোনালু এবং কৃষ্ণচূড়া রোপণকে প্রশংসা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here