ভূমিকম্পের তীব্রতায় এবার কেঁপে উঠল যুুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। সোমবার বিকেলে রিখটার স্কেলে এই ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.২। যা সাম্প্রতিক সময়ের মধ্যে ওই অঞ্চলের অন্যান্য কম্পনগুলির মধ্যে সবচেয়ে জোরালো বলে মনে করা হচ্ছে।
আমেরিকার ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, সকাল ১০টা নাগাদ সান দিয়েগোর কাছে ৫.২ মাত্রার একটি কম্পন প্রাথমিক ভাবে আঘাত হেনেছিল। যার উৎপত্তিস্থল ছিল সান দিয়েগো থেকে প্রায় ২ মাইল গভীরে। জানা গেছে, কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে অরেঞ্জ কাউন্টি, টেমেকুলা, ইনল্যান্ড এম্পেয়ারের মতো এলাকাতেও। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের তীব্রতা প্রসঙ্গে সান দিয়েগোয় বসবাসকারী এক বাসিন্দা এক্স হ্যান্ডলে লিখেছেন, এই অঞ্চলে তিনি যত বছর বসবাস করছেন তার মধ্যে এই ভূমিকম্পই ছিল সবচেয়ে বড়। সেই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন ওই এলাকার অন্য বাসিন্দারাও। অনেকের পরামর্শ, ভয় পেয়ে দরজা দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে বিপদে পড়ার চেয়ে নিরাপদ জায়গা দেখে মাথা বাঁচিয়ে তার তলায় আশ্রয় নেওয়া উচিত।