ভূমিকম্পের পর মাগুরায় আতঙ্কিত হয়ে প্রায় শতাধিক নারী ও পুরুষ গার্মেন্টস কর্মী অসুস্থ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে দশটায় ভূমিকম্প শুরু হলে গার্মেন্টস কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গার্মেন্টসের দ্বিতীয় তলায় অবস্থান করা কর্মীরা প্রাণভয়ে ভবন থেকে নেমে রাস্তায় আশ্রয় গ্রহণ করেন। এ সময় অনেক নারীকর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সময় বাড়ার সাথে সাথে অসুস্থ রোগীর সংখ্যা বাড়তে থাকে।
অসুস্থদের মধ্যে ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ২৮ জন অসুস্থ কর্মীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মামুনুর রশীদ বলেন, শ্রীপুরের একটি গার্মেন্টসে ভূমিকম্পের পর আতঙ্কে জ্ঞান হারানোসহ অসুস্থতার ঘটনা ঘটেছে। তারা সবাই এখন সুস্থ। তবু পর্যবেক্ষণে রাখা হয়েছে।

