ভুসির বস্তায় মিলল ৩ কেজির বেশি সোনা

0

চুয়াডাঙ্গায় ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নেওয়া একটি ভুসির বস্তা থেকে ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকালে জেলার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এ সময় অজ্ঞাত পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে ঝাঁঝাঁডাঙ্গা গ্রাম দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে সীমান্তের ৭৮/৬-আর পিলারের ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে অবস্থান নেয় বিজিবি। এ সময় বিজিবি একটি ব্যাটারিচালিত ভ্যান সীমান্তের দিকে যেতে দেখে তার গতিরোধ করে। বিজিবির অবস্থান বুঝতে পেরে ভ্যানে থাকা কয়েক আরোহীর মধ্যে একজন পালিয়ে যায়। এ সময় ভ্যানে থাকা একটি ভুসির বস্তা তল্লাশি করে তার মধ্যে ১০টি সোনার বার পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here