ভুয়া পরিচয়ে চাকরির চেষ্টা: উত্তর কোরিয়ার নাগরিকদের আটকে দিল অ্যামাজন

0
ভুয়া পরিচয়ে চাকরির চেষ্টা: উত্তর কোরিয়ার নাগরিকদের আটকে দিল অ্যামাজন

অস্ত্র কর্মসূচিতে অর্থ পাঠানোর উদ্দেশ্যে ভুয়া পরিচয় ব্যবহার করে অ্যামাজনে চাকরির চেষ্টা করেছে উত্তর কোরিয়ার নাগরিকরা। এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা স্টিফেন শ্মিট।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে উত্তর কোরিয়ার সন্দেহভাজন এজেন্টদের ১৮০০টিরও বেশি চাকরির আবেদন আটকে দিয়েছে।

স্টিফেন শ্মিটের মতে, আবেদনকারীদের চুরি করা বা জাল পরিচয় ব্যবহার করার বিষয়টি চিহ্নিত করা হয়েছে। এই ধরনের আবেদন প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

শ্মিট বলেন, তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, চাকরির বেতন নিয়ে দেশটির শাসকগোষ্ঠীর অস্ত্র কর্মসূচিতে পাঠানো। এই প্রবণতা অ্যামাজন ছাড়াও যুক্তরাষ্ট্রে পুরো প্রযুক্তি খাতজুড়েই ব্যাপক পরিসরে ঘটছে।

অ্যামাজন জানিয়েছে, আবেদনকারীরা জালিয়াতি করতে আরও উন্নত পদ্ধতি বেছে নিচ্ছে। উপায় হিসেবে তারা নিষ্ক্রিয় লিঙ্কডইন অ্যাকাউন্ট হাইজ্যাক করছে। বৈধ সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদেরও লক্ষ্যবস্তু করছে। এ অবস্থায় আবেদনকারীদের তথ্য যাচাইয়ে অ্যামাজন এআই ও কর্মীদের যাচাইকরণ পদ্ধতিও আরও উন্নত করেছে। 

এর আগে গত জুন মাসে, মার্কিন বিচার বিভাগ উত্তর কোরিয়ার আইটি কর্মীদের দ্বারা পরিচালিত ২৯টি অবৈধ ল্যাপটপ ফার্মের সন্ধান পায়। যা তারা আমেরিকানদের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে পরিচালনা করতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here