থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। এতে বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তাদের তৃতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হয় এবং ৪-১ গোলে জয় অর্জন করে। এর আগে গতকাল বাংলাদেশের নারী দল ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। দু’টি গোলই করেন মঈন। দ্বিতীয়ার্ধে ভুটান এক গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে। ভুটানের একটি আক্রমণ পোস্টে লেগে ফিরে আসে। ভুটান সমতা আনতে না পারলেও বাংলাদেশ লিড ধরে রাখে। এরপর ফয়সালের গোল স্কোরলাইনকে ৩-১ করে তোলে। শেষ দিকে ইব্রাহিমের গোলে বাংলাদেশ ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।
বাংলাদেশ পুরুষ ফুটসাল দল আন্তর্জাতিক ফুটবলে প্রথম পদার্পণ করে গত বছর এশিয়ান ফুটসালের মাধ্যমে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে বাংলাদেশ কোনো ম্যাচই জিততে পারেনি। এরপর সাফ ফুটসালের প্রথম দুই ম্যাচেও দল জয়হীন ছিল, ভারতের সঙ্গে ড্র ও মালদ্বীপের কাছে পরাজয়। আজ তৃতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে বাংলাদেশ ফুটসালে প্রথম জয় তুলে নিল।
সাফ টুর্নামেন্টে নারী ও পুরুষ দুই বিভাগে মোট ছয়টি দেশ অংশগ্রহণ করছে। নারী দল দুই ম্যাচে একটি জয় ও একটি ড্র করেছে। পুরুষ দল তিন ম্যাচে একটি জয়, একটি হার ও একটি ড্র অর্জন করেছে। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই চ্যাম্পিয়ন হবে। আগামীকাল বাংলাদেশের নারী দল নেপালের বিপক্ষে খেলবে।

