ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি মা হওয়ার সাত দিনের মাথায় ছেলের নাম জানালেন। ফেসবুকে এক পোস্টে ছেলের নাম জানিয়ে অগ্নি’খ্যাত এই নায়িকা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।’
এবার জানালেন তার প্রচণ্ড ভালোবাসা দরকার। আর এ জন্য লিখলেন একটি খোলা চিঠি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে এ নায়িকা একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘খোলা চিঠি। এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠাণ্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে- এই সমস্ত জিনিস কারো সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে। ’
তিনি লেখেন, ‘শুধু এইটুকু বুঝতে পারছি, আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।’