জাস্টিস ফর জার্নালিস্ট আয়োজিত ভিসা নীতির নামে সংবাদমাধ্যমে মার্কিন চাপের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাস্টিস ফর জার্নালিস্টের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ও দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
স্বাগত বক্তৃতা করেন জাস্টিস ফর জার্নালিস্টের সভাপতি কামরুল ইসলাম। শাহজাহান সাজুর সঞ্চলনায় এসময় আজমল হক হেলাল, মহাসচিব শাহীন বাবু, আবু সাঈদ, সোহেল আহমেদ সোহেল বক্তৃতা করেন।