এবার ভিলেনের প্রেমে মজেছেন বাহুবলীখ্যাত নায়িকা তামান্না ভাটিয়া। নিজেই নিশ্চিত করেছে তামান্না। জানিয়েছেন, খল অভিনেতা বিজয় ভার্মার কাছে নিজেকে নিরাপদ মনে করছেন তিনি।
মুক্তি পেতে যাচ্ছে তাদের অভিনীত সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’। সেখানেই কাজ করতে গিয়েই দু’জনার প্রথম দেখা। তার পর বর্ষবরণের ছুটিতে গিয়ে প্রেমের গুঞ্জন। গোয়ায় থাকাকালীন ভাইরাল হয় দু’জনের বিশেষ ভিডিও। এরপর বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাঁদের। যদিও এত দিন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুই তারকা। কিন্তু এ বার মনে কথা জানিয়ে দিলেন ‘বাহুবলী’র নায়িকা।
বিজয় সম্পর্কে তামান্না বলেন, ‘উচ্চাকাঙ্ক্ষী নারীদের একটা সমস্যা হল, আমাদের মনে হয় সব কিছুর জন্য আমাদের খুব কঠিন লড়াই লড়তে হবে। সেটা কাজের ক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে। এর আগে যত সম্পর্কে ছিলাম প্রচুর খাটতে হয়েছে। কিন্তু এ বার যেন সব সহজে হয়ে গেল। আমি নিজের জন্য একটা পৃথিবী তৈরি করে রেখেছি। ও এমন এক জন যে সহজেই সেই জগতে মিশে যেতে পারল। আমার পৃথিবীটাকে ও আপন করে নিয়েছে। বিজয়ের সঙ্গে থাকলে আমায় কোনও ভণিতা করতে হয় না। বরং নিজের মতো থাকতে পারি। আসলে ও আমার খুশির ঠিকানা।’
সম্প্রতি বিজয়কে দেখা গেছে ‘দহাড়’ সিরিজে। সেখানে সিরিয়াল কিলার সায়নাইড মোহনের চরিত্রে অভিনয় করেছেন বিজয়। এ ছাড়া আলিয়া ভাটের সঙ্গে ‘ডার্লিংস’ ছবিতে কাজ করে নজর কেড়েছিলেন গত বছর। এই প্রথম বার তামান্না ও বিজয়কে একসঙ্গে দেখা যাবে ‘লাস্ট স্টোরিজ ২’তে।