ভিয়েনা পৌঁছেছেন নতুন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম

0

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এসে পৌঁছেছেন, ভিয়েনায় নবনিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বায়জীদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সহ-সভাপতি আক্তার হোসেন, রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল।
বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কর্মকর্তাগণের মধ্যে ছিলেন, মিশনের ভারপ্রাপ্ত প্রধান রাহাত বিন জামান, কাউন্সেলর মো: তারাজুল ইসলাম, কাউন্সেলর তানভীর আহমেদ তরফদার, নিউক্লিয়ার এটাশে ড. শামসুজ্জামান, সহকারী কনস্যুলার কর্মকর্তা জুবায়দুল হক চৌধুরী ও হিসারক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here