শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করলেন অস্ট্রিয়া প্রবাসী বাঙালিরা। গতকাল বুধবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হেলবেগটাসে অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারের বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
পুষ্পাঞ্জলি অর্পণের পর শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী রুহী দাস সাহা, শফিকুর রহমান বাবুল, মনোয়ার পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব খান শামীম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম কাঞ্চন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জহির তুহিন।
অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, ‘একুশে আমাদেরকে ন্যায়ের পক্ষে দৃঢ় থাকতে এবং মাথা নত না করতে শিখিয়েছে। একুশে আমাদের ঐক্যের ও শক্তির প্রতীক। একুশের চেতনায়ই আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’
খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, ‘এই একুশে বরকত, সালাম, জব্বার, রফিকরা ভাষার দাবিতে রক্ত দিয়েছিল। একুশ আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে।’