বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করেছে অস্ট্রিয়া প্রবাসী বাঙালিরা। এ উপলক্ষে কিশোরগঞ্জ অস্ট্রিয়া সমিতির উদ্যোগে শনিবার (৪ মে ২০২৪) ভিয়েনার ভিএইচএস ফ্লরিসড্রফে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ অস্ট্রিয়া সমিতির সভাপতি শ্রী রুহী দাস সাহার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. অনুপমা হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন, সাইফুল ইসলাম জসিম, মাহমুদ রাজ্জাক তুলি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব খান শামীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কিশোরগঞ্জ অস্ট্রিয়া সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।