বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অস্ট্রিয়া প্রবাসীরা আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রবাসী বাংলাদেশি মুসলমানগণ কর্তৃক পরিচালিত পাঁচটি মসজিদ রয়েছে। এই মসজিদগুলোতে প্রতিবারের মতো এবারও তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টা, ৯টা ও ১টায় পরপর অনুষ্ঠিত জামাতে উপচে পড়া ভিড় ছিল। এর মধ্যে বেশ কিছু মুসল্লি ছিলেন অন্যান্য মুসলিম কমিউনিটির।
ভিয়েনার প্রাণ কেন্দ্রে প্রবাসী বাংলাদেশিদের মসজিদ ‘নূর এ মদিনায়’ স্থানীয় সময় সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা মোহাম্মদ গাজী হাসান। প্রধান জামাতে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এবং অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাবুল, মিজানুর রহমান শ্যামল, রবিন মোহাম্মদ আলী, আবদুর রব, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির নেতৃবৃন্দ এবং নূর এ মদিনা মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।