মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার ভিয়েনার ভিএইচএস ফ্লরিসড্রফে অনুষ্ঠিত হয়।
অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শ্রী রতন সাহা, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী রুহী দাস সাহা প্রমুখ।
এম. নজরুল ইসলাম বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির হাজার বছরের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে। জন্ম হয়েছে বাংলাদেশের। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে অসাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তরিত করা। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সংগ্রামরত অবস্থায় তিনি স্বাধীনতাবিরোধী চক্রের চক্রান্তে, ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে নিহত হন।”
তিনি বলেন, “বাবার আদর্শের পতাকা বহন করে তার কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজ বাংলাদেশকে নেতৃত্বে দিচ্ছেন। আমাদের ভরসা সেখানেই। তার যোগ্য নেতৃত্ব আমাদের পৌঁছে দেবে সেই বাংলাদেশে, যে দেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সঙ্গীত পরিবেশন করেন- যুক্তরাজ্য প্রবাসী শিল্পী ফজলুল বারী বাবু, জার্মান প্রবাসী শিল্পী এস এম লুৎফর ও সেজুতি। এছাড়াও নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।