মাদকপাচারের একটি মামলার রায়ে নয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ভিয়েতনামের একটি আদালত। সোমবার এই রায় ঘোষণা করা হয়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাজাপ্রাপ্তদের ২০২২ সালে লাওস থেকে ভিয়েতনামে ১০৫ কেজি মেথামফেটামিন ও হেরোইন পাচারের মামলায় দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হয়েছে।
এরপরও দেশটিতে ব্যাপকভাবে মাদকপাচারের ঘটনা ঘটছে। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত বছর ২৬ হাজার ৪৬৯টি মামলায় ৪১ হাজার ৪০০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, যা ২০২২ সালের চেয়ে বেশি। মাদকপাচারের অভিযোগে ২০২২ সালে ৩৬ হাজার গ্রেফতার ও ২৪ হাজার মামলা হয়। সূত্র: রয়টার্স