ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুওং

0

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে ভো ভ্যান থুওংকে বেছে নেওয়া হয়েছে। দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযানে শীর্ষ নেতৃত্বে রদবদলের পর তিনি দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার জাতীয় পরিষদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যরা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। এর আগে বুধবার (১ মার্চ) ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ৫২ বছর বয়সী ভো ভ্যান থুওংকে তাদের একমাত্র প্রার্থী হিসেবে মনোনীত করে।

থুওং এমন এক সময়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট হন যখন দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে দুর্নীতি ও অন্তর্দ্বন্দ্বের বিরুদ্ধে একটি দমন অভিযানের ফলে বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।

গত জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুককে হঠাৎ করে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি তার নিয়ন্ত্রণাধীন অফিসারদের সঙ্গে ‘অপরাধ ও অবিচার’ করেছেন বলে অভিযোগ তোলা হয়েছিল। সেই সময় ফুকের অপসারণকে দেশের দুর্নীতিবিরোধী ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here