ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার সহজ জয়

0
ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার সহজ জয়

বার্সেলোনা পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে ১০ জনের ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে। এই জয়ের ফলে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে কাতালান দলটি।

প্রথমার্ধের শুরুতেই রাফিনিয়া পেনাল্টি থেকে বার্সেলোনাকে এগিয়ে নেন। ৩৯তম মিনিটে ভিয়ারিয়ালের রেনাতো ভিয়েগাকে পেছন থেকে বাজেভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখানো হয়। প্রথমার্ধ শেষ পর্যন্ত ভিয়ারিয়াল আর ভালো সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে জোর দেয় বার্সেলোনা। ৬২তম মিনিটে লামিন ইয়ামাল ব্যবধান বাড়ান, যা চলতি মৌসুমে তার সপ্তম গোল। পরের দিকে রাশফোর্ডও এক সুযোগ পান, কিন্তু গোলরক্ষকের পাশ দিয়ে নিচু শট ক্লিয়ার করেন ভিয়ারিয়ালের এক ডিফেন্ডার।

বার্সেলোনা লিগে টানা অষ্টম জয় পেল, ১৮ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ, ৪২ পয়েন্ট নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here