ভিন্ন ভূমিকায় আইপিএলে উইলিয়ামসন!

0

এবারের আইপিএলে দল পাননি কেউ উইলিয়াসন। তবে মারকাটারি আসরে থাকছেন তিনি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবার নতুন ভূমিকায় অভিষেকের অপেক্ষায়।

আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কেন উইলিয়ামসনকে ডেকেছে ভারতের ক্রিকেট বোর্ড। আজ শুরু হওয়া আসরে যুক্তও করেছে। তবে খেলোয়াড় হিসেবে নয়। সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দেবেন কিউই কিংবদন্তি।

টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস ইতোমধ্যে তাদের তারকাখচিত ধারাভাষ্য প্যানেলের ঘোষণা করেছে। দেশ বিদেশের তারকা প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে গড়া প্যানেলে আছন উইলয়ামসনও।

লম্বা তালিকায় আছেন বীরেন্দ্র শেহবাগ, শিখর ধাওয়ান, হরভজন সিং, অনিল কুম্বলে, সুরেশ রায়না, এবিডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ডু, মুহাম্মদ কাইফ, পীযূষ চাওলা, সুনীল গাভাস্কার, নভজ্যোত সিং সিধু, আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন, মার্ক বাউচার, আরপি সিং, শেন ওয়াটসন, সঞ্জয় বাঙ্গার, বরুণ অ্যারন, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা।

আজ সন্ধ্যায় জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে আইপিএলের। শুরুর দিনে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু লড়বে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। খেলা শুরু হবে রাত ৮টায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here