ভিনদেশি নারীর প্রতি ইমিগ্রেশন কর্মকর্তার আচরণে মুগ্ধ দুবাইয়ের শাসক

0

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ( ডিএক্সবি) কর্মরত এক ইমিগ্রেশন কর্মকর্তার মানবিক আচরণ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। হুইলচেয়ারে বসা এক বৃদ্ধা যাত্রীকে সহানুভূতির সাথে তার  বিদায় জানানোর ঘটনা ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়। আর এই উদারতার প্রশংসা করতে ভোলেননি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

ঘটনার বর্ণনা দিয়েছেন দুবাইয়ের জনপ্রিয় রেডিও চ্যানেল ‘আল আরাবিয়া ৯৯’-এর উপস্থাপক হেবা মোস্তফা সালেহ ও ওই নারী যাত্রীর পুত্রবধূ। তিনি জানান, সম্প্রতি তার বৃদ্ধা শাশুড়ি সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা চেকিং শেষ করে হুইলচেয়ারে বসা অবস্থায় প্লেনে উঠতে যাচ্ছিলেন তিনি। ঠিক তখনই আবদাল্লাহ আল বালুশি নামের এক ইমিগ্রেশন কর্মকর্তা তাকে থামান এবং তার ছেলেকে সামনে ডাকেন।

আল বালুশি জিজ্ঞেস করেন, ‘মা আমাদের দেশ ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন? আমরা কি কোনো ভুল করেছি, কষ্ট দিয়েছি?’
ছেলে জানান, চিকিৎসকের শিডিউল থাকায় তাকে ফিরতে হচ্ছে। তখন ওই কর্মকর্তা মৃদু হেসে বলেন, ‘মাফ করবেন, আমি ওনাকে শুধুই থামিয়েছি যাতে আপনি ভালোভাবে বিদায় জানাতে পারেন। আমরা ওনার দোয়া চাই। তাকে বলুন কোথাও ত্রুটি হলে যেন আমাদের ক্ষমা করেন। আমরা উনার ফিরে আসার অপেক্ষায় থাকব।

এই আন্তরিক মুহূর্তটি রেডিওতে বর্ণনা করেন হেবা। পরবর্তীতে সেই ক্লিপটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নজরে আসে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদের। তিনি ভিডিওটি টুইটারে শেয়ার করে লেখেন—‘যে কেউ একজন ভ্রমণকারীর মুখে হাসি ফোটায়, তার প্রতি আমার স্যালুট। এটাই আমাদের কাঙ্ক্ষিত দুবাই।’

উল্লেখ্য, শেখ মোহাম্মদ নিয়মিতভাবে তার দেশের সেবাপরায়ণ ও মানবিক সরকারি কর্মচারীদের উৎসাহিত করে থাকেন। নাগরিকদের পাশে দাঁড়ানো, সেবার মান উন্নয়ন এবং মন ছুঁয়ে যাওয়া আচরণকেই তিনি দুবাইয়ের ‘পরিচয়’ হিসেবে তুলে ধরেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here