ভিক্টোরিয়ায় ভোটার নিবন্ধন ও এনআইডি তথ্য বিনিময় সভা

0
ভিক্টোরিয়ায় ভোটার নিবন্ধন ও এনআইডি তথ্য বিনিময় সভা

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ২৬ অক্টোবর (রবিবার) টারনাইটের 6 Congo Drive-এ অনুষ্ঠিত হয়েছে ‘ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত তথ্য বিনিময় সভা’। প্রবাসীদের নাগরিক অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সভায় ছিল উৎসাহী অংশগ্রহণ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, বিদেশে বসবাসরত নাগরিকরাও এখন ভোটার তালিকাভুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন— যা প্রবাসী সমাজের জন্য এক ঐতিহাসিক সুযোগ।

তথ্য বিনিময় পর্বে আলোচিত হয় ভোটার নিবন্ধনের যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের আবেদন ও সংশোধন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, অনলাইন আবেদন পদ্ধতি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্ধারিত সময়সীমা সংক্রান্ত বিষয়গুলো।

উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশ হাইকমিশনের কোনো আনুষ্ঠানিক সহায়তা ছাড়াই এই সভা সম্পূর্ণভাবে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ ও অংশগ্রহণে আয়োজিত হয়। এতে কমিউনিটির পারস্পরিক সহযোগিতা ও গণতান্ত্রিক চেতনাকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আয়োজকদের মতে, এই ধরনের স্বতঃস্ফূর্ত উদ্যোগ প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নাগরিক দায়বদ্ধতা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে।
কমিউনিটির সদস্যরা বলেন, প্রবাসে থেকেও দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়ায় তারা গর্বিত ও অনুপ্রাণিত বোধ করছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here