বলিউডের এই সময়ের অন্যতম তারকা ভিকি কৌশল এবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বলিউড ভাইজান সালমানের নিরাপত্তারক্ষী তাকে সরিয়ে দিচ্ছেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, আইফা পুরস্কারের জমজমাট অনুষ্ঠানের জন্যে প্রায় গোটা বলিউড গিয়েছে আবুধাবিতে। এবারের এই শো সঞ্চলনার দায়িত্বে রয়েছেন ভিকি কৌশল ও অভিষেক বচ্চন। সেই অনুষ্ঠানেরই সাংবাদিক সম্মেলনে ভিকির সঙ্গে ঘটল এমন একটি ঘটনা।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, ক্যাটরিনা কাইফকে বিয়ে করার জন্যই ভিকির এমন হলো। যদিও এ নিয়ে মুখ খোলেননি ভিকি-সালমান কেউ-ই।