আফগানিস্তানকে ৮৯ রানে হারানোর ম্যাচে তাসকিন আহমেদ দারুণ বোলিং করেছেন। লাহোরের রসকষহীন সাদামাটা উইকেটেও তার বোলিং ছিল চোখে পড়ার মতো। এশিয়া কাপের ম্যাচটিতে ৮.৩ ওভার বল করে ৪৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তাসকিন।
নতুন বলে প্রথম স্পেলে ৩ ওভারে ১৫ রান দিলেও উইকেট পাননি তাসকিন। তবে পুরোনো বলে দ্বিতীয় স্পেলে রহমত শাহকে তুলে নেন তিনি। ৪০তম ওভার শেষে তৃতীয় স্পেলে বোলিংয়ে আনেন অধিনায়ক সাকিব আল হাসান। এসেই মোহাম্মদ নবীকে তুলে নেওয়ার পর ৪৫তম ওভারে তিন বলের ব্যবধানে মুজিব উর রেহমান ও রশিদ খানকে তুলে নিয়ে আফগানিস্তানের ইনিংস মুড়িয়ে দেন তাসকিন।
শরীফুল ইসলামকেও প্রশংসায় ভাসিয়েছেন তাসকিন। তিনি বলেছেন, ‘হ্যাঁ, সে সত্যিই দারুণ বল করেছে। আমাদের সব বোলারই আজ খুব ভালো করেছে। সব মিলিয়ে আজ দলের পারফরম্যান্স দারুণ ছিল।’