ভালুকায় হত্যা মামলায় ২ শ্রমিক লীগ নেতা গ্রেফতার

0
ভালুকায় হত্যা মামলায় ২ শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তোফাজ্জল হোসেন হত্যা মামলার আসামি ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার জামিরদিয়া ধানিখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা একটি বাসায় আত্মগোপনে ছিলেন।

গত বছরের ৪ আগস্ট সন্ধ্যায় ভালুকা উপজেলার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিলে হামলা হয়। সেই মিছিলে তোফাজ্জল হোসেনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ভালুকার সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৪৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

পরিবারের পক্ষ থেকে মামলা না করায় ২১ মার্চ ওই এলাকার শরিফ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং জৈনাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ইব্রাহীম খলিল ও জাহাঙ্গীর আলম জামিরদিয়া ধানিখোলা এলাকায় একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান জালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা দুইজনই তোফাজ্জল হত্যা মামলার আসামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here