ময়মনসিংহের ভালুকায় সরকারের ১০টি মেগা প্রকল্প ও উন্নয়ন কার্যক্রম প্রচারে লিফলেট ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিরুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা এম এ ওয়াহেদের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, মেট্রোরেল প্রকল্প, রামপাল ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা ও সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণসহ বর্তামান সরকারের নেওয়া ৩৯টি প্রকল্পের নাম ও সুবিধা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।