ময়মনসিংহের ভালুকা উপজেলায় মরহুম আলহাজ্ব আব্দুল হেলিম মন্ডলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ সময় ওষুধ ও খাবারও বিতরণ করা হয়।
শুক্রবার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডেওয়াতলীতে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করে সুফিয়া হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হবিরবাড়ি জেনারেল হাসপাতাল।
মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিনসহ ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে সেবা প্রদান করেন। নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম। এছাড়া হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্যরা কর্মসূচিতে অংশ নেন।
সুফিয়া হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবি সিদ্দিক সোহেল বলেন, ‘বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সবার সহযোগিতায় ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখতে চাই।’

